বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ২৮ অক্টোবর ২০০৬ এর লগি-বৈঠার তান্ডবের মাধ্যমে বাংলাদেশ যে পথহারা হয়েছিল, ৫ আগষ্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আবার পথ ফিরে পেয়েছে।
তিনি ১৩ নভেম্বর, যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে ওল্ডহামের গ্রান্ড ভেন্যু বাংকুয়েটিং এ "Coalition for Peace and Justice in Bangladesh" ওল্ডহাম শাখার উদ্যোগে প্রবাসী শুভাকাংখীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাওলানা নোমান আহমেদ এর সভাপতিত্বে এবং সৈয়দ বদরুল আলম, নুরুল আমিন তারেক ও সারোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনে ভুমিকা রাখতে হবে। পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের নেতা কর্মী যারা গণহত্যা এবং জুলুম নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার এ সরকারকে শুরু করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর ১১জন নেতাকে হত্যা করা হয়েছে। যার মধ্যে পাঁচ জনকে ফাঁসি এবং ৬ জনকে জেলখানার মাধ্যমে হত্যা করা হয়েছে।
তিনি জামায়াতে ইসলামীর কার্যক্রমকে পর্যবেক্ষণ করতে সবার প্রতি আহবান জানান এবং এমন কোন কাজ যদি দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্থের কারণ হয়, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সংশোধনের উদ্দেশ্যে উত্তম পরামর্শ দিতে উপস্থিত সবাইকে অনুরোধ করেন।
এছাড়াও তিনি পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল ভুমিকা পালন করার পাশাপাশি যে দেশে বসবাস করছেন সে দেশকে সম্মান, দেশের আইন, সামাজিক শৃঙ্খলা রক্ষায় অবদান এবং সামাজিক উন্নয়নে অংশগ্রহন করার উদাত্ত আহবান জানান।