চাঁপাইনবাবগঞ্জে ৮ কোটি টাকার ভারতীয় অলংকারসহ গ্রেফতার ১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2024-11-12 21:48:22

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত এলাকা থেকে ৮ কোটি টাকা মূল্যের ভারতের তৈরি ৭৬৭ কেজি ইমিটেশনের অলংকার উদ্ধার করা হয়েছে। এসময় আব্দুস শুকুর নামে এক ট্রাক চালককে আটক করেছে বিজিবি। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সোনামসজিদ বিওপিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

আটককৃত ট্রাক চালক শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

এর আগে, সোমবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে সোনামসজিদ সীমান্তের ১৮৪/৪ এস পিলার হতে বাংলাদেশের প্রায় ৯শ গজ অভ্যন্তরে পানামা পোর্ট লিংক লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে উল্লেখিত ইমিটেশনের অলংকার উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে পানামা পোর্ট লিংক লিমিটেড এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ট্রাকে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকায়িত অবস্থায় ৭৬৭ কেজি ইমিটেশনের অলংকার উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য ইমিটেশনের অলংকার ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, এ ঘটনায় ট্রাক চালককে আটকসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের মূল্য আনুমানিক ৮ কোটি টাকা। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর