হাসপাতালে একমাস ধরে নেই জলাতঙ্কের টিকা, ভোগান্তিতে রোগীরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-11-07 14:14:02

একমাস ধরে রাজবাড়ী জেলা সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটিতেও নেই জলাতঙ্কের টিকা৷ ফলে প্রতিদিন রোগীরা হাসপাতালে এসে টিকা না নিয়েই ফিরে যাচ্ছেন। যারা সামর্থ্যবান তারা বাহির থেকে টিকা কিনে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

প্রতিদিনই জেলা সদর হাসপাতালে র‍্যাবিস টিকাদান কেন্দ্র (২০৩) কক্ষের সামনে থাকে রোগীদের দীর্ঘ লাইন পড়ে। কেউ এসেছেন কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে, কেউ এসেছেন বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে, কেউ এসেছেন শেয়ালসহ বিভিন্ন হিংস্র প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে। জলাতঙ্কের টিকার সরবরাহ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ কক্ষের সামনে কাগজে একটি নোটিশ টাঙিয়ে রেখেছেন। তাতে লেখা- ‘গত ১৩ অক্টোবর থেকে বিড়াল, কুকুরের টিকা সরবরাহ নেই।’

বুধবার (৬ নভেম্বর) কথা হয় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীর সঙ্গে। তাদের একজন নজরুল ইসলাম। তিনি জানান, তার বাড়ী কালুখালীতে। সে কুকুরের কামড়ে আক্রান্ত।  কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল বিনামূল্যে টিকা নিতে। সেখান থেকে তাকে বলা হয়েছে ওখানে টিকা নেই। রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

পাংশা থেকে আসা মোতাহার মন্ডল বলেন, বিড়ালের আঁচড় লাগাতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম টিকা নিতে, গিয়ে দেখি টিকা নেই। সেখান থেকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে আসতে বলল। এখানে এসে দেখি এখানেও টিকা নেই। টিকা বাইরে থেকে কিনে নিতে হবে।

বালিয়াকান্দীর বহরপুর থেকে আসা নাসিমা বলেন, বিড়ালে আঁচড় লাগাতে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ছিলাম টিকা নিতে। গিয়ে জানতে পারলাম টিকা নেই। আসলাম রাজবাড়ীতে। এখানে এসেও দেখি টিকা নেই। ৪জন মিলে একটি টিকা কিনে নিলাম। ১৩০ টাকা করে দিয়েছি সবাই।

টিকাকেন্দ্রের দায়িত্বে থাকা সেবিকা রওশন আরা বলেন, হাসপাতালে গত ১৩ অক্টোবর থেকে জলাতঙ্কের টিকা নেই। প্রতিদিন একশোর বেশি রোগী আসে টিকা নিতে। রাজবাড়ী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা না থাকায় এখানে রোগীর সংখ্যা বাড়ছে।

রাজবাড়ী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম বলেন, হাসপাতালে বেশ কিছুদিন ধরে জলাতঙ্ক রোগের টিকা সরবরাহ নেই। যখন সরবরাহ থাকে না, তখন রোগীদের কিনে নিতে হয়। তারা ভ্যাকসিনের জন্য চাহিদাপত্র জমা দিয়েছেন। ভ্যাকসিন সরবরাহ হলে তখন বিনামূল্যে তা বিতরণ করা হবে।

সিভিল সার্জন ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গত মাসেও টিকা ছিল। ১৩ অক্টোবর থেকে টিকা নেই। বাকি চারটি উপজেলাতেও টিকা নেই। টিকা না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করা যাচ্ছে শীগগিরই আমরা টিকা পাবো।

এ সম্পর্কিত আরও খবর