পুলিশের পাহারায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন প্রবাসী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-11-06 22:26:17

সিলেটের বিশ্বনাথে পুলিশের পাহারায় রাজকীয়ভাবে হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন ওলিউর রহমান ওলি (২৭) নামের এক ফ্রান্স প্রবাসী। তিনি পৌরসভার রামধানা গ্রামের আতা মিয়ার ছেলে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ওলি মোরার বাজারের নিজ বাসা থেকে হেলিকপ্টারে চড়ে দক্ষিন সুরমা উপজেলার ময়ুরকুঞ্জের এক কমিউনিটি সেন্টারের বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেন।

জানা যায়, প্রাবাসী ওলিউর রহমান দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করে সম্প্রতি দেশে ফিরেন। দেশে ফেরার পর বুধবার বিয়ের আয়োজন করা হয়। সেই বিয়ের আয়োজন অনেকটা ঝাঁকজমকভাবে করেন তিনি। বরযাত্রীরা গাড়িতে করে চলে যান দক্ষিন সুরমা উপজেলার ময়ুরকুঞ্জ নামের একটি কমিউনিটি সেন্টারে। আর এই প্রবাসী বর সেজে হেলিকপ্টারে করে যাত্রা শুরু করেন। তবে হেলিকপ্টার আসার কিছুক্ষণ পূর্বে নিরাপত্তা দেয়ার জন্য সেখানে একদল পুলিশ আসতে দেখা যায়। হেলিকপ্টার নির্ধারিত স্থানে গিয়ে পৌঁছালে পুলিশের নিরাপত্তায় প্রবাসী বর অনেকটা রাজকীয়ভাবে হেলিকপ্টারে চড়ে পৌঁছান ময়ুরকুঞ্জ কমিউনিটি সেন্টারে।

এ ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। বিশেষ কেউ না হলেও ওই প্রবাসীকে পুলিশি নিরাপত্তা দেয়ার বিষয়টি ভিন্নভাবে দেখছেন অনেকে।

জানতে চাইলে সেখানে দায়িত্বরত এসআই জামাল আহমদ বলেন, ওই প্রবাসী বিশেষ কোনো ব্যক্তি হিসেবে পুলিশ সেখানে নিরাপত্তা দিতে যায়নি। হেলিকপ্টার দেখতে আসা উৎসুক জনতাকে নিয়ন্ত্রনে রাখার জন্য সেখানে পুলিশ গিয়েছে বলে জানান।

তবে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, আইনশৃঙ্খলার স্বাভাবিক রাখার স্বার্থে সেখানে পুলিশ গিয়েছিল। আমি মনে করি এমন নিরাপত্তার নিয়ম আছে।

অপর এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে আগে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে পুলিশ গিয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর