বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সাভারের আশুলিয়ায় ৪৬ জন ছাত্র-জনতাকে গুলি করে হত্যার পর লাশগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ঢাকার সাভারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক) শাহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) রাতে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
গ্রেফতারকৃত শাহীদুলকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হবে।
পুলিশ জানায়, গ্রেফতার আতঙ্কে এতোদিন গাঁ ঢাকা দিয়েছিলেন শাহীদুল। অবৈধ পথে দেশত্যাগেরও পরিকল্পনা ছিলো তার।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলে আশুলিয়ায় লাশের স্তূপে আরও লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।