রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. ডালিম রেজা (৩০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের বাসিন্দা মো. তুফানীর ছেলে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর এলাকায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) সোহেল রানার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ অভিযানে ডালিম রেজাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, ডালিম কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে আসছিলেন এবং দীর্ঘদিন ধরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, অভিযুক্ত ডালিমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।