রাজধানীর মিরপুরের পল্লবীর থানার বাউনিয়া বাঁধ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আয়েশা (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকছুদের রহমান।
তিনি বলেন, কী কারণে এই ঘটনা সেটা আমরা প্রাথমিকভাবে পুরোপুরি নিশ্চিত হতে পারনি। তবে ধারণা করা হচ্ছে, মাদক ও চাঁদাবাজি সংক্রান্ত ঘটনা। একদল সন্ত্রাসী সেখানে এসেছিলো একজনকে খুঁজতে। এ সময় স্থানীয়রা সন্ত্রাসীদের ঘিরে ফেলে। সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছোড়ে। সেই গুলি গিয়ে লাগে আয়েশা আক্তারের মাথায়। আয়েশা একজন সাধারণ গৃহিণী।
তবে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে ভিন্ন কথা। তারা বলছেন, নিচে একদল সন্ত্রাসী মামুন নামের এক যুবককে মারধোর করছিলো। এ সময় সন্ত্রাসীরা মামুনের কাছে চাঁদাও দাবি করে। তাকে বাঁচাতে কয়েকজন স্থানীয় নারী-পুরুষ এগিয়ে গেলে, সন্ত্রাসীরা মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। সেই গুলি লাগে তিন তলায় থাকা আয়েশার মাথায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি চাঁদাবাজির ঘটনা। তবে স্থানীয় রাজনৈতিক নেতারা এখন এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মাদকের তকমা লাগিয়েছে। কিন্তু ঘটনাটি চাঁদাবাজির। শুনতেছি যে সন্ত্রাসীরা এসেছিলো, তারা ভাষানটেক এলাকার এক কুখ্যাত সন্ত্রাসীর লোক। ওই সন্ত্রাসীর নাম মমিন। ঘটনার সময় ২০-৩০ জন মিলে মামুনকে মারধর করছিলেন। মারধরকারীদের মধ্যে দুই থেকে তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র এবং কয়েকজনের হাতে চাপাতিসহ ধারালো অস্ত্র ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আয়েশা দুই সন্তানের জননী। তার দেড় বছর ও তিন বছর বয়সী দুটি শিশু সন্তান আছে।