কিশোরগঞ্জে বিনা লাভে সবজি বিক্রি, বাজারে দাম কমানোর প্রতিযোগিতা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কিশোরগঞ্জ | 2024-10-30 18:35:50

কিশোরগঞ্জে বিভিন্ন সংগঠনের উদ্যোগে সিন্ডিকেট দূর করতে বিনা লাভে সবজি-পণ্যসামগ্রী বিক্রির তিনদিন পরই এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। কমতে শুরু করেছে সবজির দাম। একাধিক সবজি দু’দিনের ব্যবধানে ২০-৩০ টাকা কমেছে কেজিতে৷

এই উদ্যোগ শুরু হওয়ার পর থেকেই জানাজানি হলে বিনা লাভে সবজি বিক্রির স্থানগুলোতে মানুষের আনাগোনা বাড়তে শুরু করে৷ এতে প্রতিদিন জমজমাট হচ্ছে হাট৷

সরাসরি কৃষকের থেকে পণ্য কিনে শহরে এনে তা বিনা লাভে বিক্রি করছেন মাদ্রাসার ছাত্র ও আলেম সমাজ। নতুন নতুন অনেক সংগঠন এগিয়ে আসছে এমন কাজে৷ শহরের বিভিন্ন পয়েন্টে বিনা লাভের হাটে মানুষের জমজমাট আনাগোনা দেখা যাচ্ছে৷

এটিকে প্রশংসনীয় উদ্যোগ বলছেন সবজি কিনতে আসা ক্রেতারা।

জানা যায়, কিশোরগঞ্জ শহরে তিনটি সংগঠন এই উদ্যোগের সাথে জড়িত৷ এর মধ্যে প্রথমে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন শহীদি মসজিদ সংলগ্ন রোজ ৩টা থেকে সন্ধ্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কিছু শিক্ষার্থী মুক্ত মঞ্চে দুপুরে এবং সুগন্ধ ডিপার্টমেন্টাল স্টোর বিজেনেস সেন্টার দুপুর থেকে সবজি বিক্রি করছেন। এছাড়াও বুধবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা পৌর এলাকার মঠখোলা রোডে ভয়েস অব পাকুন্দিয়া গ্রুপের পক্ষ থেকে শুরু হয়েছে বিনা লাভে সবজি বিক্রি৷

বিনা লাভে সবজি বিক্রিতে ক্রেতাদের ভিড়/ছবি: বার্তা২৪.কম

এদিকে শহরের কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত দু’দিনের মূল্য থেকে ২০ টাকা কেজি প্রতি বিভিন্ন সবজিতে কমেছে। আজকের বাজারে বেগুন ৬০ টাকা কেজি, শসা ৮০ টাকা, সিম ১৩০ টাকা, লেবু ৪০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা (গতকাল ছিল ৮০ টাকা), ঝিঙা ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে৷ বাড়ানোর পরিবর্তে এখন বরং ব্যবসায়ীরা দাম কমানোর প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ও বিনা লাভের হাটের সংগঠক আশরাফ আলী সোহান বার্তা২৪.কম-কে বলেন, ‘বাজার সিন্ডিকেট দূর করতে মানুষের জন্য আমরা মাঠে নেমেছি৷ দু’দিনের মধ্যে বাজারে প্রভাব লক্ষ করলাম৷ এমন উদ্যোগ আরো বাড়াতে পারলে সিন্ডিকেটে আঘাত করা যাবে৷’

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশনের হাটের স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল নোমান বার্তা২৪.কম-কে বলেন, ‘আমরা মানুষের কথা চিন্তা করে এবং বাজারের কৃত্রিম সিন্ডিকেট দূর করতেই এই হাটে কাজ করছি৷ যতক্ষণ সিন্ডিকেট থাকবে আমরা এভাবেই চালু রাখার চেষ্টা করবো৷ ইতোমধ্যেই বাজারে সবজির দাম কমতে শুরু করছে৷’

বড় বাজারে সবজি কিনতে আসা আব্দুল হালিম বলেন, কয়েকটি সবজির দাম গতকালের চেয়ে সামান্য কিছু কমছে৷ বিনা লাভের হাটের জন্য এই কমা আমার ধারণা৷ তবে সিন্ডিকেট দূর করতে প্রশাসনিক সহযোগিতা ও উদ্যোগ জরুরি।

এ সম্পর্কিত আরও খবর