সরকারের নিলামকৃত জমি জবরদখল: আইনের সাহায্য চান ভুক্তভোগী পরিবার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-10-30 02:39:34

রংপুরে ভূমিদস্যু কর্তৃক সরকারের নিলামকৃত জমি জবরদখলে চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আইনজীবি মোঃ ইসহাক জানান, ১৯৯০ সালে নগরীর বাবুপাড়া এলাকার তছির উদ্দিন শাহের ৭০ শতাংশ জমি আয়কর বিভাগ নিলামে তোলে। ওই দপ্তর থেকে নিষ্কন্টক জমিটি ক্রয় করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ আসলাম। সেই সময় থেকে তিনি জমিটি ভোগদখল করে আসছেন।

এরই মধ্যে স্থানীয় নুর মোহাম্মাদ জাল দলিল তৈরী করে সন্ত্রাসী বাহিনী দিয়ে মোঃ আসলামের জমিটি দখলের চেষ্টা করে। এই নিয়ে মামলা হলে উভয়পক্ষের শুনানী শেষে আদালত মোঃ আসলামের পক্ষে রায় দেয়। সম্প্রতি নুর মোহাম্মদ পরিবারের সদস্যরা ওই জমি দখলের চেষ্টাসহ ধরনের ভয়-ভীতি দেখায়। এই সমস্যা নিরসনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ এমরান, আনোয়ার রহমান, শামীমসহ অন্যান্যরা।

এ সম্পর্কিত আরও খবর