সুনামগঞ্জের বালু ও পাথর লুট বন্ধ করতে নদীতে ব্যারিকেড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ | 2024-10-25 20:22:00

সুনামগঞ্জের ধোপাজান নদীতে অবৈধভাবে বালু ও পাথর বন্ধ করার জন্য বাল্কহেড দিয়ে ব্যারিকেড দিয়েছে সদর থানা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সুরমা নদীর শাখা ধোপাজান চলতি নদীর প্রবেশ মুখে এ প্রতিবন্ধকতা তৈরি করছে পুলিশ। তবে জনসাধারণের জন্য ছোট নৌকা চলাচলের রাস্তা রাখা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানা পুলিশের তথ্য মতে, গত ৫ আগস্টের পর ধোপাজান চলতি নদীতে হঠাৎ করেই ড্রেজার লাগিয়ে বালু ও পাথর উত্তোলন শুরু হয়। দফায় দফায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি অভিযান চালিয়ে এই অবৈধ বালু ও পাথর লুট বন্ধ করতে পারেনি। যার ফলে শুক্রবার বিকালে চলতি নদীর প্রবেশ মুখে বড় তিনটি বাল্কহেড দিয়ে ব্যারিকেড দেওয়া হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বলেন, আমি এ জেলায় যোগদান অল্প কিছু দিন হয়েছে। আসার পর পূজাসহ বিভিন্ন ধরনের আমাদের ব্যস্ততা ছিল। বিগত কিছু দিন জেলা প্রশাসন একটি বাঁশের বেড়া দিয়েছিলেন চলতি নদীর মুখে। কিন্তু সেটি বড় বড় বাল্কহেডের ধাক্কায় ভেঙে গেছে। আমরা এখন এই অভিনব পদ্ধতি গ্রহণ করতে বাধ্য হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

এ সম্পর্কিত আরও খবর