ভারতীয় জেলের অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় স্থানীয় জেলেরা 

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2024-10-17 07:36:09

পটুয়াখালীতে ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের মাছ ধরার নিষধাজ্ঞায় স্থানীয় জেলেদের মধ্যে তীব্র সংকট দেখা দিয়েছে। নিষেধাজ্ঞা চলবে ৩ নভেম্বর পর্যন্ত, যার ফলে জেলেরা মাছ ধরতে না পেরে চরম অর্থনৈতিক দুরবস্থায় পড়েছেন।

এদিকে, ভারতীয় জেলেদের অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ ও শঙ্কা বেড়েছে। মহিপুর এলাকার এক জেলে কবির হোসেন বলেন, আমরা সরকারের নির্দেশনা মেনে বসে আছি, আর তারা আমাদের মাছ ধরে নিয়ে যাচ্ছে।

মহিপুর আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা বলেন, নিষেধাজ্ঞায় মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ হলেও, ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জেলেরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি চলতে থাকলে তারা নিষেধাজ্ঞা শেষে পর্যাপ্ত মাছ ধরতে ব্যর্থ হবেন, যা তাদের দীর্ঘমেয়াদি ক্ষতির দিকে নিয়ে যাবে। তাই তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধ হয় এবং তাদের জীবিকা সুরক্ষিত থাকে।

এ সম্পর্কিত আরও খবর