নিষেধাজ্ঞার সময়ে ইলিশ বিক্রি: ৩ বিক্রেতাকে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2024-10-13 20:44:22

চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার বাজারে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ইলিশ বিক্রির সময় ৩ মাছ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযানের জেলা প্রশাসন ও জেলা টাস্কফোর্স কমিটির সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফরিদগঞ্জ উপজের সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এআরএম জাহিদ হাসান।

জাহিদ হাসান জানান, আজ ফরিদগঞ্জ উপজেলার বাজারে ৩ মাছ বিক্রেতাকে ইলিশ বিক্রির সময় হাতেনাতে ধরা হয়। এসময় মাছ বিক্রেতাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। একইসাথে মাছ বিক্রেতাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

জাহিদ হাসান আরও জানান, জব্দ করা প্রায় ১৮৮ কেজি ইলিশ মাছ ফরিদগঞ্জের কেরোয়ার রাওযাতুল কুরান মাদ্রাসা, কাছিয়াড়ার কারীমিয়া আহম্মদিয়া কেরাতুল কোরান মাদ্রাসা ও এতিমখানা এবং চাঁদপুর সদরের সরকারি শিশু পরিবারের এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর