ঘূর্ণিঝড় রিমালের কারণে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক কোটি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও খুলনা ও বরিশাল বিভাগের শহরাঞ্চলের দায়িত্বে থাকা ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রায় ১২ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান প্রকৌশলী আবু হাসান বার্তা২৪.কমকে বলেছেন, ‘গ্রাহক সংখ্যা নিদিষ্ট করে বলা কঠিন; তবে স্বাভাবিক সময়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। সোমবার (২৭ মে) সকাল ১০ টায় আমরা পাঁচভাগের একভাগ অর্থাৎ ১০০ মেগাওয়াট লোড নিতে পেরেছি। এখন পর্যন্ত বড় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে ছোট-খাটো কিছু ঘটনার খবর পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘কিছু জায়গায় লাইনের উপর গাছপড়ে তার ছিঁড়ে গেছে। কিছু খুঁটি উপড়ে গেছে। আমাদের ৪৮ অফিসের টিম মাঠে কাজ করছে। লাইন পরীক্ষা করে চালু করছে। আশা করছি ঘণ্টা দুয়েকের মধ্যে অনেকটা স্বাভাবিক করা সম্ভব হবে। তবে এখনও কিছু জায়গায় ঝড়ের খবর পাওয়া যাচ্ছে।’
কোম্পানিটি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ফরিদপুর অঞ্চলের ২১ জেলা সদর ও গুরুত্বপূর্ণ শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে। আর এসব এলাকা রেমালের কারণে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কন্ট্রোল রুম অবস্থানকারী সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ বার্তা২৪.কমকে বলেছেন, ‘আমাদের প্রায় ১ কোটির মতো গ্রাহক এই মুহুর্তে বিদ্যুতের বাইরে রয়েছে। এরকম সময়ে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে ৬০০০ মেগাওয়াট পর্যন্ত। সোমবার সকাল ৯ টায় ১৮০০ মেগাওয়াট লোড নিতে পেরেছি আমরা। আমাদের কর্মীরা মাঠে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে।’