আওয়ামী লীগের মাগুরা-১ আসনে মনোনীত হওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দলটির আরেক মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে নড়াইল ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি মাগুরায় আসেন।
এছাড়া জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার সাকিবের পক্ষে নির্বাচনী প্রচার করছেন। মাশরাফি নড়াইল থেকে প্রথমে মাগুরা জেলা পরিষদ ডাক বাংলোতে আসেন। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন সাকিব ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বাংলোত তারা নির্বাচনও নিয়ে আলোচনাও করেন। পরে শহরে ভোট চাইতে বেরিয়ে পড়েন।