বছরের শেষ দিন পর্যন্ত বিশাল মূল্য ছাড় প্রাইডের

, লাইফস্টাইল

নিউজ ডেস্ক | 2024-12-18 19:24:14

বিশাল মূল্য ছাড়ের সময় বাড়িয়েছে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড প্রাইড লিমিটেড। বছর শেষ উপলক্ষ্যে সব পণ্যের ওপর বিশাল মূল্য ছাড় ঘোষণা করে প্রাইড লিমিটেড। বিশাল এই মূল্য ছাড়ে ক্রেতারা প্রাইডের সকল পণ্যের ওপর সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় পাবেন।

বিশেষ এই অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিশেষ এই অফারের শেষ দিন ছিল ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতাদের মধ্যে ইতিবাচক সাড়া ও আগ্রহ দেখা দেওয়ায় সময় বাড়ানো হয়েছে।
শপিং লাভাররা প্রাইডের প্রতিটি আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই মূল্য ছাড় উপভোগ করতে পারবেন।

প্রাইড গার্লস, প্রাইড সিগনেচার, প্রাইড সিগনেচার মেন, প্রাইড এথনিক মেন্সওয়্যার ও আরবান ট্রুথের কালেকশনসহ সব ক্যাটাগরির পণ্য থাকছে বছর শেষের এই মূল্য ছাড়ে। আকর্ষণীয় শাড়ি, মেন্স স্টাইলিশ পাঞ্জাবি, ওমেন্স ট্রেন্ডি কুর্তি, নকশা করা ওড়না ও প্রাসঙ্গিক পোশাক সামগ্রীসহ নানা পণ্যে প্রত্যেক ক্রেতার জন্য কিছু না কিছু অফার করছে প্রাইড।

এছাড়াও, স্টোর ক্লিয়ারেন্স আইটেমের ক্ষেত্রে আরও বেশি মূল্য ছাড়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা। ঢাকায় বেইলি রোড ও বসুন্ধরা সিটির প্রাইড স্টোরে এই সুযোগ পাবেন ক্রেতারা। ঢাকার বাইরে চট্টগ্রামের আফমি প্লাজা এবং দিনাজপুরের বসুনিয়াপট্টির প্রাইড স্টোরেও থাকছে ক্লিয়ারেন্স আইটেমের এই বিশেষ মূল্য ছাড়।

মানসম্পন্ন পোশাক ও আনুষঙ্গিক পণ্যের জন্য বহুবছর ধরে সুপরিচিত প্রাইড। জনপ্রিয় এই ফ্যাশন ব্র্যান্ডটি যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী নকশা এবং আধুনিক স্টাইলের সমন্বয়ে দেশীয় ক্রেতাদের চাহিদা পূরণ করে চলেছে। ফলে নিজের পছন্দের পোশাক সাশ্রয়ী মূল্যে কিনতে একটি বিশেষ সুযোগ বছর শেষের এই মূল্য ছাড়।

ক্রেতারা তাদের নিকটস্থ প্রাইড আউটলেট অথবা অনলাইনে প্রাইড ড্যাশ লিমিটেড ডট কম এ ভিজিট করে নিজেদের পছন্দমত অর্ডার করতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর