আদালতে তোলা হয়েছে জিকে শামীমসহ আটজনকে

, আইন-আদালত

Shimul | 2023-08-26 00:48:12

যুবলীগের কেন্দ্রীয় সমবায় সম্পাদক জিকে শামীম আটজনকে আদালতে তোলা হয়েছে। তাদের ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। মাদক, অস্ত্র ও মানি লন্ডারিংয়ের তিন মামলায় গ্রেফতার দেখিয়ে এ রিমান্ড আবেদন করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বেগম মাহমুদা আক্তার এ রিমান্ড আবেদন শুনছেন।

আরও পড়ুন: জিকে শামীমের ১৪ দিনের রিমান্ড আবেদন

 

 Shamim
শামীমসহ আটজনকে আদালতে নেওয়া হয়েছে, ছবি: সুমন শেখ


এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর নিকেতনে তার ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্স থেকে শামীম ও তা সাত দেহরক্ষীকে আটক করা হয়।

আরও পড়ুন: জিকে শামীমের বিরুদ্ধে র‌্যাবের তিন মামলা

জানা যায়, এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ‘শামীম ঠিকাদার’ নামে পরিচিত। রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় শামীম ঠিকাদারি কাজ করে থাকেন। শুধু তাই নয় গণপূর্ত ভবনের বেশি ভাগ ঠিকাদারি কাজ করেন তিনি। বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্তে এই শামীমই ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি। সেই জিকে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।

আরও পড়ুন: যুবলীগ নেতা শামীমের অফিসে মাদক ও টাকার স্তুূপ

এর আগে অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র‌্যাবের হাতে আটক হয়েছেন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর