২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবু সাঈদের পরিবারের অভিযোগ

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-13 19:15:23

জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রংপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) শহীদ আবু সাঈদের ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, শহীদ আবু সাঈদের পরিবার রংপুরে একটি মামলা করেছিলেন। যেহেতু এটা মানবতা বিরোধী অপরাধ, তাই লোকাল কোর্টে যতই মামলা হোক, এ অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করাটাই যথাযথ আবেদন।

তিনি আরও বলেন, ‘তারা ব্যক্তিগত সিদ্ধান্তে এখানে এসেছেন। আজকে সেদিনের ঘটনাগুলোর বর্ণনা দিয়ে আমাদের কাছে প্রথমে মৌখিক ও পরে লিখিত অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

তিনি জানান, অভিযোগ দায়ের করতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ঘটনার সময় উপস্থিত তার বন্ধুরা এসেছেন।

উল্লেখ্য, বিগত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। আবু সাঈদ নিহত হওয়ার পর সারাদেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ সম্পর্কিত আরও খবর