পিকে হালদারের স্বার্থ সংশ্লিষ্ট ৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা | 2024-12-24 16:40:09

আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের স্বার্থে সংশ্লিষ্ট ৫ জনের ব্যাংকের হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত।

ব্যাংকের হিসাব ফ্রিজকৃত ব্যক্তিরা হলেন, অমল কৃষ্ণ দাস, মো. সিদ্দিকুর রহমান, মাহফুজা রহমান বেবী, ইনসান আলী শেখ ও হাফিজা রহমান।

দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক সালাউদ্দিন তাদের ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, রিলায়েন্স ফাইন্যান্স ও সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানী রয়েছে। অভিযোগকারীরা অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত মর্মে প্রাথমিক অনুসন্ধানকালে প্রতীয়মান হয়। ইন্টারন্যাশনাল লিজিং ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লি. কর্তৃক সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি. এবং সিমটেক্স টেক্সটাইল লি. এর নামে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ১২১.৩০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং করা হয়েছে।

উল্লিখিত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের নামীয় ব্যাংক হিসাবসমূহ দ্রুত ফ্রিজ (অবরুদ্ধ) করা না হলে পরবর্তীতে উল্লিখিত হিসাবে জমাকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।

এ সম্পর্কিত আরও খবর