ক্রিকেটার সাকিবকে আদালতে হাজির হতে সমন জারি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা | 2024-12-18 21:45:50

চেক ডিজঅনারের মামলায় দেশের অন্যতম ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হতে সমন জারি করেছে আদালত।

মামলার অপর আসামিরা হলেন- অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

বুধবার (১৮ ডিসেম্বর) আদালত সূত্রে বিষয়টি জানা যায়।

সূত্রের তথ্য অনুসারে- গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকার দুটি চেক ডিজঅনার হওয়ায় এ মামলা করা হয়।

ওইদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ সমন জারি করেন। তাদের ১৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৫ ডিসেম্বর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় বলা হয়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। প্রতিষ্ঠানটি এর বিপরীতে ব্যাংকের অনুকূলে দুটি চেক ইস্যু করে। নির্দিষ্ট তারিখে ব্যাংক উক্ত টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়।

এ সম্পর্কিত আরও খবর