ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2024-10-31 08:46:29

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেলিনকে (৩৫) হত্যা ও নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে জেলা সদরের ছয়বাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লেলিন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। সে জেলা পৌর শহরের কাজী পাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রার্থী এবং বর্তমানে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেলিনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, লেলিন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং- ২০(০৮)২৪, মামলা নং -০৩(০৯)২৪ ও মামলা নং - ৭৪(১০)২৪ এর এজাহার নামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে থানায়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর