হত্যা মামলায় ব্যারিস্টার তানিয়া আমীরের হাইকোর্টে জামিন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-11 17:01:43

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী ইমরান হোসেন হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীরের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

শিক্ষার্থী ইমরান হোসেন হত্যা মামলায় তানিয়া আমীরের নাম আসায় বুধবার (১১ সেপ্টেম্বর) হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি।

শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. মাহমুদুল হক ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

একই মামলায় সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সোমবার জামিন পেয়েছিলেন।

গত ১ সেপ্টেম্বর ইমরানের মা কোহিনূর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিনসহ ২৯৭ জন এ মামলার আসামি।

মামলায় বলা হয়, ইমরান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি গত ৫ আগস্ট সকাল ৯টায় যাত্রাবাড়ীর কুতুবখালীতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ও সাধারণ জনতার আন্দোলনে গিয়ে ইমরান গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ সম্পর্কিত আরও খবর