রিমান্ড শেষে কারাগারে টিপু মুনশি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-09-02 08:52:48

বৈষম্যবিরোধী আন্দোলনে সুমন সিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) চার দিনের রিমান্ড শেষে টিপু মুনশিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. রেজাউল আলম।

এসময় তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের হাজতখানার ওসি মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের পাশে পুলিশের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মো. সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

গত ২৮ আগস্ট রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে টিপু মুনশিকে গ্রেফতার করা হয়। পরদিন গত ২৯ আগস্ট তাকে ৮ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর