ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে মামলার আবেদন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-09-01 18:12:14

ফেসবুক ও ইউটিউবে ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্লগার আসাদ নুর ওরফে আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী নামে এক ব্যক্তি। ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. রেজাউল করিম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি ইসলামবিদ্বেষী, কুরুচিপূর্ণ, বিকৃত রুচিসম্পন্ন ধর্মীয় ভাবাবেগ, মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে এমন সব অসত্য মানহানিকর তথ্য তার ফেসবুক আইডি ও ইউটিউবের চ্যানেলে প্রচার করছেন। যা ইসলাম ধর্মে বিশ্বাসী সব ঈমানদার ও ধর্মভীরু মানুষের আবেগ ও অনুভূতিতে চরম আঘাত করেছে।

এর আগে ২০১৭ সালের ২৫ ডিসেম্বর ব্লগার আসাদ নুরকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর