সাংবাদিক মেহেদী হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-25 16:59:18

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মেহেদী হাসানের খালা রিজিয়া বেগম এ আবেদন করেন। একই ঘটনাকে কেন্দ্র করে থানায় কোনো মামলা হয়েছে কি না এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, আনোয়ার হোসেন মঞ্জু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যাত্রাবাড়ীর কাজলার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিতে ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান নিহত হন।

এ সম্পর্কিত আরও খবর