রিমান্ড শেষে কারাগারে সাবেক সিনিয়র সচিব শাহ কামাল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2024-08-23 18:10:46

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ ২ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর আসামি হলেন নুসরাত হোসেন।

শুক্রবার (২৩ আগস্ট) আসামিদের ৫ দিনের রিমান্ড শেষে ঢাকা সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মোহাম্মদথানার এসআই মোহাম্মদ রেজাউল।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন। গত ১৮ আগস্ট তাদের ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের বাসায় অভিযান পরিচালনা করে তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং বিভিন্ন দেশের ১০ লাখ তিন হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়। শনিবার রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি।

উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এ সম্পর্কিত আরও খবর