বিএনপি নেতার মৃত্যু: শেখ হাসিনাসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-19 19:57:50

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মহানগর উত্তরের ১১নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ কবির খান হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মামলাটি করেন আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার ওরফে আফসানা ইসলাম।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানা পুলিশক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন - সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, ইলিয়াস উদ্দিন মোল্লা, কামাল আহমেদ মজুমদার, সাবিনা আক্তার তুহিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এম.এ.মান্নান কচি, মেসবাউল হক সাচ্চু, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ, ডিআইজি হারুন-অর-রশীদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, মিরপুর জোনের ডিসি জসিম উদ্দিন, এডিসি ইমতিয়াজ মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির, কাফরুল থানার ওসি মো. শামিম।

৪ আগস্ট মিরপুর-১০ নম্বর এলাকায় গুলিতে গুরুতর আহত হন ঢাকা মহানগর উত্তরের ১১ নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ কবির খান। তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর