দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-19 12:20:05

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম মামুনুর রশিদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ৩১ বছরের ভুক্তভোগী এক নারী।

সোমবার (১৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ মামলাটি করা হয়।

ট্রাইবুনালের বিচারক শওকত আলী ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দারুস সালাম থানাকে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মাহবুব হোসেন রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, আসামির সাথে বাদিনীর প্রেমের সম্পর্ক ছিল। আসামি বাদিনীকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। কিন্তু আসামি শর্ত দেন যে, অফিস থেকে বিয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত তাকে নিজ বাড়িতে তুলতে পারবেন না।

গত বছরের ১৬ জুলাই বিকেল ৫টায় দুই বন্ধুসহ একটি কাবিননামা নীল কাগজে বাদিনীর স্বাক্ষর নিয়ে বলেন যে তাদের বিয়ে হয়ে গেছে, কাবিনের অন্যান্য কাজ আসামি নিজে করে নেবেন।

এরপর ২১ জুলাই আশুলিয়ায় তারা স্বামী স্ত্রী পরিচয় একটা বাসা ভাড়া নেয় এবং শারীরিক মেলামেশা করেন।

তাদের বিয়ের কথা জানাজানি হলে আসামি ক্ষিপ্ত হয় এবং বলে যে এতদিন সে বিয়ের মিথ্যা নাটক করেছে। তার সাথে ঘর সংসার করার কোন ইচ্ছা নেই। বেশি বাড়াবাড়ি করলে বাদির সাথে আসামি অন্তরঙ্গ ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দেয়।

মামলার বিষয় উল্লেখ করে আসামির সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনটায় করেননি। তিনি বলেন, মামলা সম্পর্কে তিনি কিছু জানেন না। মামলার কাগজ নিয়ে তার সাথে দেখা করতে বলেন।

এ সম্পর্কিত আরও খবর