কঠোর নিরাপত্তায় আদালতে টুকু, পলক ও সৈকত

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা | 2024-08-15 16:59:02

রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে রিকশাচালক হত্যার অভিযোগে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আদালতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।

এর আগে কামাল মিয়া নামে রিকশাচালক হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিদের উপস্থিতিতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ আগস্ট) রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে রাতে গ্রেফতার করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর