পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘প্রচেষ্টা’ নামে একটি প্রকল্পের ঘোষণা দিয়েছেন।
কলকাতায় মুখ্যমন্ত্রীর সরকারি দফতর নবান্ন'য় সাংবাদিকদের এ তথ্য জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত দিনমজুরদের মাসে এক হাজার রুপি অনুদান দেবে পশ্চিমবঙ্গ সরকার।
মুখ্যমন্ত্রী বলেন, পুরো পশ্চিমবঙ্গে লকডাউন চলছে। আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এই প্রচেষ্টার অংশ হিসেবে দিনমজুরদের এক হাজার টাকা তুলে দেওয়া হবে। অসহায় শ্রমিকরা আবেদন করতে পারবেন ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে।
এর আগে গত রোববার (২২ মার্চ) কলকাতাসহ গোটা পশ্চিমবাংলা লকডাউন ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, লকডাউনে পাওয়া যাবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য। ৩১ মার্চ পর্যন্ত লকডাউন বহাল থাকবে।