গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা তাপস পালকে

, কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলকাতা | 2023-08-30 01:33:03

প্রয়াত অভিনেতা ও সাবেক সংসদ সদস্য তাপস পাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মেয়ের সঙ্গে দেখা করে মুম্বই থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হন। সেখান থেকে তাকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন অভিনেতা। পরে মঙ্গলবার রাতেই তার মরদেহ কলকাতা এসে পৌঁছায়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে আসা হয়, এরপর রবীন্দ্রসদন চত্বরে তার মরদেহ শায়িত রাখা হয় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এদিনও ছিল রবীন্দ্র সদন চত্বরে উপচে পড়া ভিড়।

শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। ছিলেন রচনা ব্যানার্জী, শঙ্কর চক্রবর্তী, কৌশিক ব্যানার্জী, ভরত কল, পিয়া সেনগুপ্ত ও সোহম চক্রবর্তী প্রমুখ। এরপর এদিন কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মাধ্যমে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়।

চিরঘুমে চলে গেলেন 'সাহেব', ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বিশেষ ঝোঁক ছিল প্রয়াত এই অভিনেতার। ক্যারিয়ার শুরু করেছিলেন ২২ বছর বয়সে। দাদার কীর্তি ছবি দিয়ে বাঙালি দর্শকের মনে এক আলাদা জায়গা করে নেন তাপস পাল। তার জীবনের মোড় ঘুরে যায় এক ছবিতেই। এরপর উপহার দিয়েছেন দর্শকদের অনেক ভালো ও অন্য ঘরানার ছবি।

তাপস পালের শেষকৃত্য সম্পন্ন

কাজ করেছেন তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিংহ, হরনাথ চক্রবর্তীর মত পরিচালকের ছবিতে। ভালোবাসা ভালোবাসা' ছবিটির পর টলিউড পায় এক নতুন জুটি। দেবশ্রী-তাপস জুটি। বক্স অফিসে সাফল্য এনে দিয়েছিল সেই ছবি। অভিনয়ের পাশাপাশি তিনি ২০০৯ সালে যুক্ত হন রাজনীতিতে। তবে বেশকিছু কটূক্তি তার জনপ্রিয়তা ও ভাবমূর্তি বেশিদিন ধরে রাখতে পারেনি।

২০১৬ সালে চিটফান্ড কাণ্ডের জেরে দুই বছর জেলে বন্দী ছিলেন অভিনেতা। এরপর ধীরে ধীরে তিনি জনপ্রিয়তার শীর্ষে থেকে অন্তরালে চলে যান, প্রায় ব্রাত্যই ছিলেন শেষের দিকে। তবে ১৮ ফেব্রুয়ারি তার মৃত্যুর খবরে রাজনীতির তাপস পালকে না, অভিনেতা তাপস পালের জন্য ছিল তার ভক্ত-অনুরাগীদের আবেগ ও শ্রদ্ধা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রকাশ করে এদিন বলেন, ‘জন্মালে মৃত্যু থাকবেই, কিন্তু তাপসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এটা অকাল মৃত্যু আমি ওর দিকে তাকাতে পারছিনা। আমি ওর স্ত্রী নন্দিনী ও মেয়ে সোহিনীর প্রতি সমবেদনা জানাই।’

এদিন তার অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিল হাজার হাজার মানুষের ভিড়। তবে শুধুমাত্র অভিনেতা তাপস পালকে দেখার জন্য রাজনীতির তাপস পালকে নয়।

এ সম্পর্কিত আরও খবর