সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’ ও জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। কাউকে তাড়ানোর আগে আমাকে তাড়াতে হবে।
বুধবার (২২ জানুয়ারি) দার্জিলিংয়ে এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি জানান বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, কে নাগরিক আর কে নাগরিক নন, সেটা কি বিজেপি ঠিক করবে? কোনো সিএএ-এনআরসি-এনপিআর হবে না।
মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবাদ করলে আমাদের ভয় দেখানো হচ্ছে। প্রতিবাদ করলেই আমাদের পাকিস্তানি বলা হচ্ছে। আমরা তো ভারতীয়।
সিএএ-এনআরসি বিরোধী এক মিছিলে যোগ দিয়ে মমতা বলেন, চাপিয়ে দেওয়া এসব আইন যতদিন পর্যন্ত প্রত্যাহার না করা হয়, ততদিন আমাদের আন্দোলন চলবে।