অনুষ্কা শর্মা যে এখন লন্ডনে তা সবার জানা। ২৭ জুন ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শেষ হওয়ার পর ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন অনুষ্কা নিজে।
তাতে দেখা যাচ্ছে, লন্ডনের একটি ট্রেনে চড়েছেন অনুষ্কা। তবে ছবিটি কে তুলেছেন সে বিষয়ে কোনো আন্দাজ দেননি অনুষ্কা। আর সেটা অনুষ্কার স্বামী বিরাট কোহলি কিনা তা জানতে আপাতত নেট দুনিয়া তোলপাড়।
কারণ ছবির ক্যাপশনে অনুষ্কা লিখেছেন ‘সুখী মহিলারাই সবচেয়ে সুন্দরী।’ উত্তরে ইনস্টাগ্রামে এই ছবির নীচে বিরাট কোহলি লিখেছেন, ‘তোমাকে সবসময়ই দেখতে সুন্দর লাগে।’