অ্যাসিড সন্ত্রাস সমাজের বুকে ভয়ানক বিভীষিকা। সমাজ আজও তাদেরকে অচ্ছুত করে রাখে, শুধুমাত্র তাদের কুৎসিত রূপের জন্য। তবে এজন্য কি তারা দায়ী? সমাজ বঞ্চিত এসব অ্যাসিড আক্রান্ত নারীর সম্মানে জি বাংলার পর্দায় বিশেষ উদ্যোগ নিয়েছে সারেগামাপা।
দুষ্কৃতিরা শুধু তাদের শরীর নষ্ট করে না সঙ্গে সঙ্গে শেষ করে তাদের জীবন, তাদের ভবিষ্যৎ সবকিছু। তবে আজ তারা ঘুরে দাঁড়িয়েছে সমস্ত বাধা-বিপত্তিকে অতিক্রম করে। তারা ফের সমাজের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
এমনই দু’জন অ্যাসিড আক্রান্ত নারীকে বিশেষভাবে সম্মান জানানো হলো রিয়েলিটি-শো, সারেগামাপার মঞ্চ থেকে। আমরা সবাই অর্থাৎ সমাজ তাদের পাশে আছে, এই সহমর্মিতায়, তাদের সম্মানে নোবেলকে দিয়ে একটি গান গাওয়ানো হলো।
গানটি লিখেছেন কবি শ্রীজাত, সুর দিয়েছেন সংগীত পরিচালক শান্তনু মৈত্র এবং গানটি কণ্ঠ দিয়ে দর্শকদের মাতালেন নোবেল।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দর্শকরা দেখতে পাবে শ্রীকান্ত আচার্য, মোনালি ঠাকুর এবং সারেগামাপার সঞ্চালক যিশু সেনগুপ্তকে।
অনুষ্ঠানটি ১৫ জুন সম্প্রচারিত হবে।