এ কবিতা যথেষ্ট অর্থবহ বলেই মনে করছে দেশটির রাজনৈতিক মহল। কেন্দ্রে সরকার গড়ার ক্ষেত্রে দেশের প্রায় সবকটি বেসরকারি সংস্থার সমীক্ষা বিজেপিকেই এগিয়ে রেখেছে। আর তাতেই চটেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আর রেগে গিয়ে কলম ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখে ফেলেছেন আস্ত একটা কবিতা। সেটি আবার টুইটারে পোস্টও করেছেন তিনি। তবে পুরো কবিতাটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা লিখেছেন।
এর আগে বিজপির সভাপতি অমিত শাহের রোড শোতে কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা এবং তা নিয়ে রাজনৈতিক বিতর্কে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বিজেপিকে আক্রমণ করেই 'চেনা নয়' 'অবিশ্বাস্য কালো' এবং 'লজ্জিত' নামে তিনটি কবিতা লিখে, সেগুলি টুইটারে পোস্ট করেছিলেন। এবারে ফের কলম ধরলেন ঠিক ভোটের ফল বের হওয়ার আগের রাতে।