শুরু হবে সম্ভবত চলতি বছরের শেষের দিকে। তারপরেই আসামের গুয়াহাটি উত্তর থেকে দক্ষিণ পৌঁছতে সময় লাগবে মাত্র সাত মিনিট। এর কারণ ব্রহ্মপুত্র নদের উপর তৈরি হচ্ছে রেলওয়ের রজ্জুপথ (রোপওয়ে)।
এমনটাই জানিয়েছেন গুয়াহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (জিএমডিএ) চেয়ারম্যান অশোক সিঙ্ঘাল।
তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী ছয়মাসের মধ্যে সেখানকার মানুষের জন্য খুলে দেওয়া হবে এই রোপওয়ে পরিষেবা। আর তা চালু হয়ে গেলে ব্রহ্মপুত্র নদের মিলবে নতুন তকমা। কারণ এই নদের উপর দিয়েই গিয়েছে ভারতের দীর্ঘতম রেলসড়ক ব্রিজ। এবার চালু হবে দেশের বৃহত্তম রোপওয়ে।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে ডিব্রুগড়ের কাছে ব্রহ্মপুত্রের উপর চার দশমিক ৯৪ কিলোমিটার দীর্ঘ দ্বিস্তরীয় বগিবিল রেলসড়ক ব্রিজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা দিয়ে অরুণাচলপ্রদেশে ভারত-চিন সীমান্ত বরাবর সেনা যাতায়াতে বিঘ্ন অনেকাংশে সহজ হয়ে গিয়েছে।
সিঙ্ঘল আরও জানিয়েছেন, ১ দশমিক ৮২০ কিলোমিটার লম্বা এই রোপওয়ে পরিষেবা চালু করতে ব্যয় হচ্ছে ৫৬ দশমিক ৮ কোটি রুপি। চালু হয়ে গেলে আসামে পর্যটন ব্যবসার শ্রীবৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বর্তমানে যা প্রায় শেষের পথে।