মধ্যবিত্ত মহিলার মতো বাজার করলেন মমতা

, কলকাতা

কলকাতা ডেস্ক, বার্তা২৪ | 2023-08-30 04:28:07

ঠিক যেন মধ্যবিত্ত চাকরিজীবী মহিলা। যেরকম মধ্যবিত্তরা অফিস ফেরত বাজারে যায়, দরদাম শুনে, সবজি বেছে তবেই ওজনে তোলেন। হুবহু সেরকম। দক্ষিণ কলকাতার এক বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কে বলবে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? শুধু দরদাম নয়, একেএকে ব্যাগবন্দী করলেন ক্যাপসিকাম, বাঁধাকপি, বেগুন, ঝিঙে, আমলকি, বেবি কর্ন ও মুম্বাই লঙ্কা।

বাজারে তখন উপস্থিত ক্রেতা-বিক্রেতারা একেবারে স্তম্ভিত। বেচাকেনা তাদের লাটে উঠেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁদেরই মত বাজার করছেন! সঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের হাতেই বাজারে থলি। বাজার করতে করতেই বিক্রেতাদের মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, 'আপনারা কেমন আছেন? সব ঠিকঠাক চলছে তো?' স্তম্ভিত বিক্রেতারা কি উত্তর দেবে ভেবে পাচ্ছেন না! সব ঠিক আছে দিদি।

রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে এভাবে শেষ কবে বাজারে দেখা গিয়েছে, তা রাজ্য রাজনীতির পোড়খাওয়া নেতারাও মনে করতে পারছেন না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কলকাতার খুচরা বাজারে পটল, ঢেঁড়সের মত সবজি ১০০ রুপি কিলো দরে বিক্রি হচ্ছে। সরাসরি দরদাম নিয়ে কিছু না বললেও, অনেকের ধারণা মুখ্যমন্ত্রী সরেজমিনে দেখে নিলেন সব।

এখনও অব্দী রাজ্যে পরপর ৩৮বার কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে বহু সবজি নষ্ট হয়ে গিয়েছে। ফলে সবজির দামটা এখন বেশ চড়া। ঘটনাটি ঘটেছে তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশের অনুষ্ঠানের পরে। অনুষ্ঠান শেষে মমতা অন্যান্য কাজ সেরে হঠাতই বাজারে হাজির হন তিনি। পুলিশ প্রশাসন এমনকি দলের অন্যান্য নেতারও জানতেন না এরকম একটা কাজ করবেন তাঁদের সুপ্রিমো।

মমতার ঘনিষ্ঠদের কথায়, ‘দিদি কখন কি করবেন আগে থেকে বোঝা খুবই মুশকিল।’ রাজনৈতিক মমতা বন্দোপাধ্যায় সব সময়ই চমক দিয়ে থাকেন। তাঁর এহেন চমকে শুধু বিরোধীরা নয় তার দল ও প্রশাসনও রীতিমত বিস্মিত!

 

এ সম্পর্কিত আরও খবর