রোববার থেকে টানা নির্বাচন সফর মমতার

, কলকাতা

কলকাতা ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 04:28:02

দেশের অন্যতম প্রধানমন্ত্রীর দাবিদার তিনি। পাশাপাশি নিজের রাজ্যর ৪২টি আসনের দায়িত্ব তারই কাঁধে। রাজ্যের জেলাগুলোতে যতই প্রার্থীর প্রচার থাকুক না কেনো দিদির ভাষণ দলকে আরও চাঙ্গা করে। তাই বাড়তি দায়িত্ব তৃণমূল সুপ্রিমো মমতার বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। সাপ্তাহিক ছুটির দিন রোববার থেকে মমতার প্রচার শুরু হচ্ছে। রোববারই প্রচারের জন্য রওনা দেবেন বিশাখাপত্তনম।

তারপর ১লা এপ্রিল থেকে ৪ এপ্রিল রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জে প্রচার করবেন মুখ্যমন্ত্রী। প্রতিটি জেলায় একাধিক সভা করবেন তিনি। ১৩ এপ্রিল কলকাতায় ফিরবেন মমতা। মাঝে ৫ তারিখ আসাম যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর পয়লা বৈশাখের দিন কালীঘাট মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। ১৫ এপ্রিল ফের ১২ দিনের জন্য প্রচার সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফায় মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম জেলায় একাধিক সভা করবেন তিনি। প্রচার সেরে কলকাতায় ফেরার কথা রয়েছে ২৭ এপ্রিল। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, সময়সূচির পরিবর্তনও হতে পারে।

প্রসঙ্গত, মার্চের ১০ তারিখ ভারতে ১৭তম লোকসভার নির্বাচন সময়সূচী প্রকাশ করছেন দেশটির মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এবারে সাত দফার নির্বাচনে নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন হবে। যা গত লোকসভায় হয়েছিল পাঁচ দফায়।

ভোটের তফসিল অনুযায়ী:

প্রথম দফার ভোট ১১ এপ্রিল পশ্চিমবঙ্গের ২টি আসনে (আলিপুরদুয়ার, কোচবিহার) ভোট হবে।

দ্বিতীয় দফার ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গের ৩টি আসনে (দার্জিলিং, রায়গঞ্জ, জলপাইগুড়ি) ভোট হবে।

তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল, পশ্চিমবঙ্গের ৫টি আসনে (বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ) ভোট হবে।

চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ৮টি আসনে (বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান-পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম) ভোট নেওয়া হবে।

পঞ্চম দফার ভোট ৬ মে, পশ্চিমবঙ্গের ৭টি আসনে (বনগাঁ, ব্যারাকপুর, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ, হাওড়া, শ্রীরামপুর) ভোট হবে।

ষষ্ঠ দফার ভোট ১২ মে, পশ্চিমবঙ্গের ৮টি আসনে (তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর) ভোট হবে।

সপ্তম দফার ভোট ১৯ মে পশ্চিমবঙ্গে ৯টি আসনে (দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর) ভোট হবে।

ভোটের গণনা ২৩ মে।

 

এ সম্পর্কিত আরও খবর