কবি মল্লিকা সেনগুপ্ত পুরস্কার পেয়েছেন তরুণ কবি তানিয়া চক্রবর্তী। তিনি ছাড়াও আরেক তরুণ কবি শৌভিক দে সরকারও এই পুরস্কার পেয়েছেন।
গত মঙ্গলবার (২৬ মার্চ) কলকাতার শিশির মঞ্চে এক মনোজ্ঞ অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন যোগেন চৌধুরী, হর্ষ দত্ত ও সুবোধ সরকার। এছাড়া কবিতা ও আবৃত্তিতে স্মরণ করা হয় 'আমি সিন্ধুর মেয়ে' এর কবিকে।