আচমকাই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত কলকাতার নগর জীবন। শুক্রবার (২২ মার্চ) বিকালে কলকাতার আকাশ কালো হয়ে ঘনিয়ে আসে মেঘ। খানিক পরেই ৬৮ কিলোমিটার বেগে ধেয়ে আসে কালবৈশাখী। সঙ্গে বজ্র-বিদ্যুৎ, এরপর বৃষ্টি।
ঝড়ের প্রকোপে গাছ ভেঙে পড়ে, বিঘ্ন ঘটে শিয়ালদহে ট্রেন চলাচলে। বিভিন্ন স্টেশনে ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার৷ ফলে পুরোপুরি বন্ধ রয়েছে শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখার ট্রেন চলাচল৷ চূড়ান্তভাবে নাকাল যাত্রীরা৷
এদিকে সড়কপথে বাড়ি ফিরতে অসুবিধায় পড়েন অনেকে৷ কারণ ঝড়ের দাপটে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ভেঙে পড়েছে গাছ৷ মেয়ো রোড, বিবাদী বাগ, পার্ক স্ট্রীট, শেক্সপিয়র সরণী, বিধাননগর, কাঁকুড়গাড়ি, বেলেঘাটায় গাছ উপড়ে যায়৷ ফলে যান চলাচল ব্যাহত হয়৷ বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির গতিও কম৷
উল্লেখ্য, এই মৌসুমে এটিই সর্বাধিক গতিবেগের ঝড় বলে জানা গেছে৷ এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে ৩৮টি কালবৈশাখী ঝড় হয়েছে বলে জানিয়েছে কলকাতা আবহাওয়া দফতর৷ শুক্রবারের ঝড়ে হতাহতের খবর জেলাগুলি থেকে আসছে। ইতোমধ্যে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।