বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। বিভিন্ন সময় ছবির গানে কণ্ঠ দিতে শোনা গেছে তাকে। এবার নিজের আসন্ন ছবি ‘বদলা’র একটি গানেও কণ্ঠ দিয়েছেন ‘কাভি খুশি কাভি গাম’খ্যাত এই তারকা।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ইউটিউবে প্রকাশ পেয়েছে অমিতাভ বচ্চনের গাওয়া ‘অকাত’ শিরোনামের গানটি। এতে তার সঙ্গে আরও কণ্ঠ মিলিয়েছেন অমিত মিশ্র ও ক্লিনটন কেরেজো। গানটির কথা লিখেছেন সিদ্ধান্ত কৌশিক।
চমকপ্রদ তথ্য হলো- আগে বিভিন্ন গানে কণ্ঠ দিলেও এই প্রথম ‘অকাত’-এ র্যাপ করলেন অমিতাভ বচ্চন।
সুজয় ঘোষ ‘বদলা’ ছবিতে অমিতাভের পাশাপাশি আরও দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে। আগামী ৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।