নারী ক্ষমতায়নে আরেকটি পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে সাধারণ মানুষের জন্য বেসরকারি চিকিৎসা সেবা আরো হাতের নাগালে আসবে।
আয়ুষ্মান প্রকল্প থেকে সরিয়ে নিয়েছিলেন রাজ্যকে। এখন চালু করলেন ‘স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড’ প্রকল্প। এ প্রকল্পের আওতায় সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রী চিঠি পাঠাবেন। সেই চিঠি দেখিয়ে সংশ্লিষ্ট সরকারি দফতর থেকে বাড়ি গৃহকর্ত্রী পাবেন একটি স্মার্ট কার্ড। যে কার্ডটির সাহয্যে তিনি পরিবারের স্বামী সন্তান শ্বশুর, শাশুড়ি সন্তান বিয়ে না হওয়া দেওর ননদসহ সবাই বেসরকারি চিকিৎসা সেবায় বড় সড় ছাড় পাবেন। এক্ষেত্রে ছোট চিকিৎসায় দেড় লাখ ও বড় চিকিৎসার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।