প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্র, মঞ্চ ও বেতারের অসামান্যা অভিনেত্রী কণিকা মজুমদার। সত্যজিৎ রায়ের দুটি ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে অক্ষয় হয়ে আছে। তিনকন্যায় মণিহারার মণিমালিকা এবং চিড়িয়াখানায় -দময়ন্তী চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় করেছেন মৃণাল সেনের পুনশ্চ -তেও।
সোনার খাঁচা, হার মানা হার, দুটি মন -এর মতো ছবিতে মহানায়ক উত্তমকুমারের দ্বিতীয় নায়িকা রূপে কাজ করেছেন কণিকাদেবী। এছাড়াও বাংলা ছবির স্বর্ণযুগে সৌমিত্র চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরীর মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেছেন তিনি।
কণিকা মজুমদার অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম আগুন, বসন্তবিলাপ, রাগ অনুরাগ, জীবন সৈকতে। চলচ্চিত্রের পাশাপাশি কলকাতা বেতার ও থিয়েটার জগতেও তিনি ছিলেন সফল। নির্মল কুমার, অহীন্দ্র চৌধুরী, শম্ভু মিত্রের সঙ্গে কাজ করেছেন কণিকাদেবী।