বিশিষ্ট সাহিত্যিক সমালোচক অশ্রু কুমার শিকদার আর নেই। বুধবার রাত ১০টা ৪১ মিনিটে একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
গত ৩১ জানুয়ারি নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে কোমরে ব্যথা পান তিনি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার অবস্থার অবনতি হলে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন।
আজ বিকেলে দেশবন্ধু পাড়ার সত্যেন বোস রোড তার মরদেহ আনা হবে। মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন তার মরদেহ নিয়ে কোথাও যেন না নিয়ে যাওয়া হয়। পুরো ব্যাপারটি ব্যক্তিগত রাখতে। পরিবার এর থেকে বেশি কিছু জানা যায়নি একসময়ের অভিন্নহৃদয় বন্ধু ছিলেন শঙ্খ ঘোষের বাংলা একাডেমির এই প্রবীণ সদস্য দায়িত্ব সামলেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তার লেখনীর মধ্য দিয়ে বারবার গর্জে উঠেছে সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবাদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলার এই গুণীজনকে হারিয়ে দেশের সর্বোচ্চ শোকের ছায়া।