হুগলির তারেকশ্বর জেলায় মাটি উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের প্রতিটি জেলাতেই হচ্ছে মাটি উৎসব। ২২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পযর্ন্ত- এই তিনদিনব্যাপী চলবে মাটি উৎসব।
জানুয়ারি মাসে শুরু হবে মাটি উৎসব, তা ধরে নিয়ে জেলা প্রশাসন একাধিকবার এই উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাসহ একাধিক কারণেই পিছিয়ে দেওয়া হয় মাটি উৎসব।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) হুগলি জেলায় সবুজ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মাটি উৎসবের সূচনা করেন।