কানাডিয়ান বংশদ্ভূত বলিউড অভিনেত্রী সানি লিওন। ‘জিসম’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেছেন। এরপর একে একে অভিনয় করেছেন- ‘রাগিনি এমএমএস টু’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, ‘জ্যাকপট’, ‘এক পহেলি লীলা’ ও ‘তেরা ইন্তেজার’ ছবিতে।
চমকপ্রদ তথ্য হলো- সানি লিওন নাকি এবার চাকরির জন্য আবেদন করেছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিহার সরকারের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে নাকি যোগ দিতে পারেন সানি লিওন।
সম্প্রতি বিহার সরকারের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দফতরের ওয়েবসাইটে যে ২০০ পদের আবেদন জমা পড়েছে, তাতে প্রার্থীদের প্রথম সারিতেই রয়েছে সানির নাম।
এ প্রসঙ্গে বিভাগীয় মন্ত্রী বিনোদ নারায়ণ ঝাঁ জানান, ‘এখনও কিছুই চূড়ান্ত হয়নি। আগে সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেট যাচাই-বাছাই করে দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।