কাশ্মীরের পুলওয়ামারে জঙ্গি হামলায় ৪০জন সেনার অস্বাভাবিক মৃত্যুর পর পাকিস্তানের সাথে ব্যবসায়িক যুদ্ধ শুরু করে দিল ভারত৷ পদক্ষেপ হিসেবে ভারতে আসা পাকিস্তানি পণ্যের ওপর বিরাট অঙ্কের শুল্ক চাপালো ভারতের কেন্দ্রীয় সরকার৷ ভারতে ঢোকা পাকিস্তানের প্রতি পণ্যে ২০০ শতাংশ শুল্ক দিতে হবে৷ যা পাকিস্তানি সরকারের পক্ষে অসম্ভব বিষয়।
এর আগে হামলার পরই পাকিস্তানের ‘মোস্ট ফেভারড নেশন’-এর সম্মান বাতিল করেছ ভারত৷ এতদিন এই সম্মানের কারণে দুই দেশ নিরবিচ্ছিন্নভাবে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল৷ এখন থেকে সেই সৌহার্দ্য আর রইল না৷ টুইট করে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি লেখেন, 'পুলওয়ামা জঙ্গি হামলার পরই পাকিস্তানের কাছ থেকে মোস্ট ফেভারড নেশনের তকমা কেড়ে নিয়েছে ভারত৷ সেই তকমা কেড়ে নেওয়ার পর পাকিস্তানের পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক বাড়ানো হলো৷ এই ঘোষণার পর থেকেই পাক পণ্যের ওপর থেকে ২০০ শতাংশ হারে শুল্ক আদায় করা হবে৷'
মোস্ট ফেভারড নেশন কী? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের(ডব্লুটিও) দেওয়া এই নথি৷ ভারত ও পাকিস্তান দুই দেশই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য৷ বাণিজ্যের স্বার্থে সংগঠনের সদস্যদের একে অপরকে মোস্ট ফেভারড নেশনের সম্মাননা দিতে হবে৷ ভারত ১৯৯৬ সালে পাকিস্তানকে মোস্ট ফেভারড নেশনের তকমা দেয়৷ যদিও পাকিস্তান আজও ভারতকে এই মর্যাদা দেয়নি৷
ভারতের সঙ্গে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ এর আগেও কার্গিলে মুখোমুখি হয়েছে দুই দেশ৷ তখনও মোস্ট ফেভারড নেশনের তকমা কেড়ে নেওয়া হয়নি৷ উরি হামলার পর দাবি উঠেছিল এই তকমা কেড়ে নেওয়ার। কিন্তু পুলওয়ামার হামলার পর আর দেরি করেনি ভারত৷ কেড়ে নেওয়া হল পাকিস্তানকে দেওয়া বিশেষ মর্যাদা৷