অভিনয় দক্ষতা দেখিয়ে ইতিমধ্যে সকলের মন জয় করে নিয়েছেন কঙ্গনা রনৌত। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে তার অভিনীত ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। এতেও বাজিমাত করেছেন ‘কুইন’খ্যাত এই তারকা।
নিজের পরিচালিত ‘মনিকর্ণিকা’র সাফল্যের পর এবার আরও একটি ছবির কাজে যুক্ত হতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।
চমকপ্রদ তথ্য হলো- কঙ্গনার পরবর্তী ছবিটি নির্মিত হবে তারই জীবনী নিয়ে। শুধু অভিনয় নয়, পাশাপাশি ছবিটি পরিচালনাও করবেন তিনি।
নাম ঠিক না হওয়া ছবিটির চিত্রনাট্য লিখবেন কে ভি বিজয়েন্দ্র। যিনি কঙ্গনার ‘মনিকর্ণিকা’, প্রভাসের ‘বাহুবলী’ ও সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’সহ বেশ কয়েকটি ছবির চিত্রনাট্য লিখেছেন।
নিজের বায়োপিক নিয়ে কঙ্গনা বলেন, প্রায় তিন মাস আগে বিজয়েন্দ্র আমাকে বলেছিলেন তিনি আমার জীবনের ওপর একটি চিত্রনাট্য লিখতে চান। শুনেই ঘাবড়ে গিয়েছিলাম। বিশ্বাস করতে পারছিলাম না। পরে অবশ্য রাজি হয়ে যাই কারণ বিজয়েন্দ্রর প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে।
বলিউড ইন্ডাস্ট্রিতে কঙ্গনা মানেই বির্তকিত। এছাড়া অভিনয়ে থাকাকালীন কোনো তারকার জীবন নিয়ে ছবি নির্মাণের ঘটনা ইন্ডাস্ট্রিতে বিরল। তাই ছবিটির ঘোষণা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা গুঞ্জন।