কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নতুন একটি পশ্চিমি বাতাস ঢুকেছে কাশ্মীর অঞ্চলে। এর প্রভাবে পশ্চিম হিমালয়ের পাহাড়ে ফের তুষারপাত চলছে।
দিল্লি-সহ উত্তর ভারতে বৃষ্টি হচ্ছে। শুক্রবারও একইরকম বৃষ্টি হতে পারে।
শুক্রবার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা শনিবার। আজ রাতে তাপমাত্রা বাড়বে। কমে আসবে ঠাণ্ডার অনুভূতি।