বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন ‘হিন্দি মিডিয়াম’খ্যাত এই তারকা।
চমকপ্রদ তথ্য হলো- নিউইয়র্কে চিকিৎসা শেষে সম্প্রতি নিজ দেশ মুম্বাই ফিরেছেন ইরফান। জানা গেছে- মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিজের ক্যানসার চিকিৎসার বন্দোবস্ত করেছেন বলিউডের এই অভিনেতা।
এখানেই শেষ নয়, সুস্থ হওয়ার পর ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিন্দি মিডিয়াম’ ছবির সিক্যুয়েল ‘হিন্দি মিডিয়াম টু’-এর শুটিং করবেন ইরফান খান।