আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-30 15:48:43

আবুধাবিতে প্রথমবারের মতো নিমার্ণ হচ্ছে হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরাত সরকার প্রথমবারের মতো রাজধানীতে হিন্দু মন্দির নির্মাণের অনুমতি দিয়েছে। এ মন্দির নির্মাণের জন্য জমিও বরাদ্দ দিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ।মন্দিরের ভিত্তি স্থাপন হওয়ার কথা এপ্রিলেই।

এর আগে ২০১৫ সালে আবু ধাবি সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময়েই হিন্দু মন্দির স্থাপনের সিদ্ধান্তে সম্মত হয় আবু ধাবি সরকার।

আগামী ২০ এগ্রিল বাপস স্বামীনারায়ণ সংস্থার প্রেসিডেন্ট মহন্ত স্বামী মহানরাজের উপস্থিতিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

 

এ সম্পর্কিত আরও খবর